শিশু সন্তান সিফাতকে বাঁচাতে বিত্তবানদের প্রতি মায়ের আকুতি
শেখ রাজীব হাসান, টঙ্গী :
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কুনিয়া তারগাছ মধ্যপাড়া,সরকারি প্রাইমারি স্কুলের পাশে আহম্মদের বাড়ির ভাড়াটিয়া।শিশু সিফাত(১০) মাস জন্মগত ভাবে হার্ডের বাল্ব ছিদ্র রোগে আক্রান্ত। গাজীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডাক্তারদের চিকিৎসায় পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটির ফুসফুসে ছিদ্র ধরা পড়ে। অতি শ্রীঘ্রই ফুসফুসে ছিদ্রের অপারেশন প্রয়োজন। এই ব্যয়বহুল অপারেশনের টাকা জোগার করা কোনভাবেই হতদরিদ্র পরিবারটির পক্ষে সম্ভব না। ইতিপূর্বে শিশুটির চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারে সহায়সম্পত্তি বিক্রি করে বর্তমানে বিভিন্ন লোকজনের কাছে ধারদেনা করে দেউলিয়া অবস্থায় আছে। হতভাগ্য শিশুটির বাবা স্থানীয় তারগাছ এলাকায় সবজি বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করছে। দরিদ্র এই পরিবারটির পক্ষে শিশুটিকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না বলে সমাজের বৃত্তবানদের প্রতি শিশু সিফাতের মা ইতি খাতুন আকুল আবেদন জানিয়েছেন। যোগাযোগ: ইতি খাতুন, (বিকাশ নগদ) মোবাইল: (০১৪০০-২৪৩২০৮)